hossain_mita Profile Banner
Mita Hossain Profile
Mita Hossain

@hossain_mita

Followers
238K
Following
363K
Media
27K
Statuses
140K

꧁ ফুলটুসি ꧂ (`“ •. (`“•.¸🦋¸.•“´) ¸. •“´) ❀֟፝֟፝͜͡͡🌹ꕥৎ──── জীবন সুন্দর যদি দৃষ্টিভঙ্গি সুন্দর হয় 𓂂𓏲𑁍𓂃𓂂🍃♡⃛

Dhaka, Bangladesh
Joined September 2017
Don't wanna be here? Send us removal request.
@hossain_mita
Mita Hossain
6 years
হারাম কখনো প্রশান্তি দিতে পারে না। না হারাম সম্পর্ক, না হারাম সম্পদ। হালালেই রয়েছে প্রশান্তি। দুনিয়াতে ও এবং আখিরাতে ও..🙂
970
538
5K
@hossain_mita
Mita Hossain
4 hours
মানুষ এখন সবই চায় অতি সহজ করে ধৈর্য নেই, ত্যাগ ভুলে- সবটুকুই নিজের তরে, একদা ছিল সময়, হাসি ছিল সাদা মন ছিল সহজ, জীবন ছিল সাধাসিধা। আজকাল চারদিকে এত রঙের আলো তবু মনের ভেতর ঘোর অন্ধকার কালো, যদিও আছে কিছু আলো, কিছু ভালোবাসা শুদ্ধ মনে চাইলে কিছুই বিফলে যায় না। শুভ সকাল ☀️🍃☕
18
10
38
@premium
Premium
3 months
Grow faster on the world's largest group chat.
0
304
5K
@hossain_mita
Mita Hossain
16 hours
যদি পারো ভুলে যেতে অতীতের নির্মম পরিহাস, তবেই তুমি গড়তে পারবে সুন্দর জীবনের ইতিহাস। যদি পারো ছেড়ে দিতে সব মিথ্যার পিছুটান, তবেই তুমি জিততে পারবে সফলতার স্থান। যদি তুমি ভাঙতে পারো সকল বাধা-ব্যবধান, তবেই তুমি গাইতে পারবে নতুন ভোরের গান। শুভ রাত্রি 🌙
15
16
86
@hossain_mita
Mita Hossain
21 hours
তুমি আমায় কতটা চেনো, যতটা আমি নিজেকে চিনি? সাগর জলে যতটা ঢেউ, গুনতে পারে কি ততটা কেউ? তুমি তোমায় যতটা চেনো, কেউ কি তোমায় ততটা জানে? চেনা মুখে অচেনা ছায়া, হাসির পিছে কান্না টানে। চোখের গভীরে নিরব ভাষা, হৃদয়ের আছে নিজস্ব মান; জানা–অজানার মাঝখানে, কে বোঝে সেই আসল গান। 🦚🎶🌹
11
20
81
@hossain_mita
Mita Hossain
1 day
রাস্তা অনেক দূর ক্লান্তি তো আছেই উত্তপ্ত সময়, কাঁকর বিছানো পথ তাই বলে থেমে থাকা নেই। কেউ বলে পতন কেউ বলে সম্ভাবনা মাটিতে পতিত হলেই বীজ অঙ্কুরিত হয়, বেড়ে ওঠে, মহীরুহ হয়। কেউ বলে সব শেষ হয়ে গেছে কেউ বলে সবিনয়ে যাও এগিয়ে প্রাণপণে লড়ে যাও যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। শুভ সকাল
35
33
151
@hossain_mita
Mita Hossain
2 days
প্রেমের গহীনে প্রেম ডুবে যাও তুমি মন জীবন ধূসর বা রঙিন বনভূমি কবিতা প্রহরে শুধু খুঁজে জীবন। চুপি চুপি চোখ স্বপ্ন আঁকে পূর্ণ ক্যানভাসে রংতুলির সৃষ্টির মায়ায় সময়ের বিভাসে। হেঁটে চলে মন বিলুপ্ত পথে "নৃত্য মেয়ে"- দীপ্ত আত্মবিশ্বাসে হৃদয় পূর্ণ করে বিশ্বাস নিজ দ্যোতকতায়! ✨🩶
15
23
133
@hossain_mita
Mita Hossain
2 days
ঝিরিঝিরি বৃষ্টির উচ্ছলতায় প্রশান্তি ছোঁয়ায় অন্তরে বৃষ্টির নন্দন কাব্য বিরহী মনকে আরোহী করে। মনোহরা বৃষ্টির আওয়াজ মনের উঠোনে গানের রেওয়াজ কবিতার নান্দনিকতা বৃষ্টির উচ্ছলতার কমনীয়তা। নীরবে-নিভৃতে মন ঘুরে বিপুলা প্রকৃতির সুরে অসীম রহস্যের মাঝে আবেগীয় হৃদয় প্রকাশ্যে। 🌧️🍃
9
22
117
@hossain_mita
Mita Hossain
2 days
আমরা যেভাবে জীবন গড়তে চাই, সেভাবেই প্রকৃতি আমাদের গড়ে দেয়। কোন কিছু নিয়ে বেশী চিন্তা করতে নেই, তা না হলে এক সময় চিন্তাটাই আমাদের গ্রাস করে ফেলবে। যত মুক্ত চিন্তা, জীবন ততই সহজ ও সুন্দর হবে। প্রকৃতি যথাসময়ে পুরস্কৃত করে অথবা প্রতিশোধ নেয়। তাই জীবনকে সহজ করে তুলুন, হাসুন।🕊️
17
21
109
@hossain_mita
Mita Hossain
2 days
রাত রেখে যায় কিছু কথা ধূলো পড়া সাদা কাগজে বেঁচে থাকার পরাজয়ী ছবি এঁকে যায় ক্যানভাসে। সে কথা শুধু আমার নয় সবার বিবর্ণ বিষাদ মূল্যহীন সমাজের ছবি অবক্ষয়ী পৃথিবীর উদ্বেগ নিখাদ। নতুন সকালের হাতে সুরম্য রঙিন ছবিতে সজ্জিত প্রদর্শনীর মোহিনী বিভঙ্গে সুরভিত সকালের প্রাণোচ্ছল রঙ্গে।
21
32
130
@hossain_mita
Mita Hossain
3 days
কত কথার ফুলঝুরি নিদ্রাহীন রাত, ঘুমচুরি; তুমি আমি সন্ধ্যা তারা কত কথায় মন দিশেহারা। চাঁদের জোছনা নদীজল ফোটায় ফোটায় কত তল, সেই অতলে কে বয়ে চলে সময়ই তা বলবে ক্ষণ। সেই জলে ঢেউ হয় কে তুমি কি জানো কে সে! কে জাগায় নিশীথ রজনী জানি কি তাকে? প্রাণ সজনী। শুভ রাত্রি ✨💙🌃🌙🤍🌟
26
27
128
@hossain_mita
Mita Hossain
3 days
কখনো কখনো কথার প্রয়োজন হয় না– শুধু শান্ত হৃদয়ের প্রয়োজন হয়, যা নিরাময় শেখায়। কিছু মুহূর্ত সম্পূর্ণ আলাদা, সেই মুহূর্তে কোনো শব্দ থাকে না, থাকে শুধু নিরব প্রশান্তি। মানুষ বদলায়, অনুভূতি বদলায়– কিন্তু মনের ভেতরের যে শান্তিটা তা ধরে রাখা চাই, আর সেটাই হলো প্রকৃত বিকাশ। 🧡
17
30
166
@hossain_mita
Mita Hossain
3 days
পরিবর্তনের রূপ ধরে- পথ ও পথিক কেন ভুল করে? এই অভিযোগ থেকে নিষ্কৃতি কার তরে! অনুভূতির আকরে- জল আর অনলের ছড়াছড়ি পথিক নিজেই সেটা ঠাহর করে। অনুভূতি নিয়ে খেলতে নেই- এই উপলব্ধি কেন্দ্রীভূত অঙ্গীকার করেও ভাসিয়ে নেয় - সুনামির তান্ডবে। অনুভূতি নিয়ে খেলতে নেই- অনুভূতি নিজেই খেলা-ঘর!
13
20
110
@hossain_mita
Mita Hossain
3 days
জীবন কখনো এক নদী উচ্ছ্বসিত আর ছুটে চলা আবার কখনো সুনসান পথ জাগে কত প্রশ্ন সেথা! আমরা প্রতিদিন বাঁচি আর প্রতিদিন একটু একটু করে শেষের দিকে এগিয়ে যাই জানি না কবে শেষ পৃষ্ঠা উল্টে যাবে। তবুও যতক্ষণ নিঃশ্বাস আছে ভালোবাসায় বাঁচি হই একে অন্যের সহমর্মিতা জীবনের সৌন্দর্য এখানেই। ☀️🌴
27
33
189
@hossain_mita
Mita Hossain
4 days
হাওয়ায় লিখেছিলে জল জলে এঁকেছিলে অসীম অতল অতলে পথ দিতে পারোনি সেই অতল আজ তবে কার! কে আসে আজ পথহীন পথে নিশিরাতের ছায়া ডিঙিয়ে কার পথ চেয়ে কে বসে নিয়তি জুড়ে খেলা করে! কার জন্যে কি নিয়তি তাপিত জীবনবেলায় সবটাই পরিমিতি কার ঘরে কি অপেক্ষা করে কোন অভিশাপে কে পুড়ে শেষে! শুভরাত
28
27
111
@hossain_mita
Mita Hossain
4 days
রাগ একপ্রকার খাদ্য মাঝে মাঝে গিলে ফেলতে হয় অপাত্রে রাগ দেখালে যে নিজের রাগকে অপমান হয়! হিংসা একধরণের আত্মপীড়ন শুধু নিজেকেই অত্যাচার করা হয় দু'জনের হিংসার মাঝে সবসময় অন্যে আক্রান্ত হয়! লোভ একধরণের ব্যধি যা শুধু অন্যের জিনিস দেখলেই হয় নিজের যা আছে তাতে কখনো কারো লোভ হয়না!
15
27
126
@hossain_mita
Mita Hossain
4 days
মানুষ রূপে নয় সুন্দর হয় তার ব্যবহারে ভালবাসা শব্দে নয় প্রকাশ করে কাজের মাধ্যমে। মানুষ রঙে নয় সুন্দর হয় তার দৃষ্টিভঙ্গিমায় যেখানে কষ্টের মধ্যেও প্রেম ঝরে পড়ে শব্দহীন ভাষায়। মানুষ পরিচয়ে নয় সুন্দর হয় তার আচরণে সে-ই সত্যিকারের মানুষ যে কাঁদতে জানে অন্যের দুঃখে। 🌅🌳🕊️
29
35
189
@hossain_mita
Mita Hossain
5 days
আকাশে উঠেছে চাঁদ ধবধবে সাদা গোলাকার আলোকিত করেছে চারপাশ কত মনোহর রূপ তার! নির্মল আকাশে ছড়ায় আলো মিটমিট করে জ্বলে তারকারাজি বাতাসে তরু-পল্লব দুলে যায় দেখা যায় তার নিজস্ব রূপে আজি। সব অন্ধকার মুছে যাক চাঁদের শুভ্র আলোয় প্রতিটি রাত হোক আমাদের সুন্দর, শুভ্র ভালবাসায়। শুভ রাত
24
32
115
@hossain_mita
Mita Hossain
5 days
ছন্নছাড়া জীবন সুন্দর নয় না থাকে অভিযোগ না থাকে ভালবাসা দিন শেষে থাকে শুধু শূণ্যতা। বাঁধনহীন পথচলাতে যদিও থাকে এক ধরনের মুক্তি কিন্তু এই মুক্তি স্বাদহীন মনে জাগে না কোন সন্তুষ্টি। মানুষ যত স্বাধীন থাকে ততবেশী নিজের মতো বাঁচতে পারে কিন্তু সেই জীবনে থাকে না কোন স্ফূর্তি। 💫🍃🕊️
7
22
95
@hossain_mita
Mita Hossain
5 days
প্রকৃতির মতো সবুজ বিবর্ণতায় নিতান্ত কেটে যায় ছোট্ট জীবন ব্যঙ্গ, তামাশা করে দুর্জনে কর্ণপাত করি না আমি তাতে। অন্ধকারেও দীপক উজ্জ্বল হই হৃদয়ে ভালবাসার দীপ জ্বেলে রই। সরলতায় চলি, সরলতায় বলি ঝঞ্ঝাট থেকে দূরে সরে থাকি শান্তি চাই, শান্তি প্রিয় আমি প্রতিটি শ্বাসে রক্ষা করি হাসি।
16
28
106
@hossain_mita
Mita Hossain
5 days
আসলে জীবন সংক্ষিপ্ত এক রূপ যার পরিপাটি অবয়বে যে যেমন চোখে তাকায় সে ঠিক তেমনি সব দেখে। সময়ের পরিক্রমায় চাওয়া পাওয়ার প্রাপ্তিতে জীবন বাঁধা নির্দিষ্ট পরিমন্ডলে তা খন্ডাবার ক্ষমতা কে রাখে? জীবন থেকে শিখে নাও বাস্তব গল্প যা ধ্রুব সত্য স্নিগ্ধ, মসৃন বাকি সবই জীবনের নিছক গল্প।
19
24
140
@hossain_mita
Mita Hossain
6 days
ভাবনাগুলো সময় অসময়ে; অহর্নিশ খোঁচাখুঁচি করে! নিশ্চিত বলতে আসলেই কখনো কিছুই নেই। স্থান-কাল, পাত্র ভেদে আপেক্ষিকতার ঝালোরে সময় পরিবর্তনশীল মন-মানসিকতা পরিবর্তিত সময়ে। পড়ন্ত বেলা শেষে হিসেব-নিকেশ পাওয়া না পাওয়ার অংক একেবারেই অর্থহীন পদ্মলোচন পরিযায়ী পাখির মতো উড়ন্ত! 🍁🍁
9
27
150